Home ব্রেকিং ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগ ও সহযোগীদের মিছিল-অবস্থান

ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগ ও সহযোগীদের মিছিল-অবস্থান

73
0
SHARE

বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ মুখগুলোতে সর্তক অবস্থান নিয়েছে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে।

এরমধ্যে ডেমরা-শ্যামপুর-যাত্রাবাড়ী, উত্তরা-আজমপুর-বিমানবন্দর, সদরঘাট-সোয়ারীঘাট-বাবুপুরা ব্রিজ, গাবতলী-আমিনবাজার, কমলাপুর রেলস্টেশন,ফার্মগেট, মহাখালী, আশুলিয়া, আবদুল্লাপুর এলাকা ও তুরাগ থানা। ধনিয়া কলেজ থেকে মাতুয়াইল পর্যন্ত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

 

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে এ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। রাজধানীর সুলতানা কামাল সেতুর পাশে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সকাল ১০ থেকে অবস্থান নিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। এসময় উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল খান, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিমহ স্থানীয় নেতাকর্মীরা। কদমতলীতে কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করা হয়।
অন্যদিকে রাজধানীর প্রবেশপথ আবদুল্লাহপুরে পাহারা বসিয়ে সমাবেশ করছে উত্তরা ও তুরাগ থানা আওয়ামী লীগ। টঙ্গীতে যুবলীগের উদোগে মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

এসময় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেয়। উত্তরাতে মিছিলের নেতৃত্ব দেন ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসান।

এদিকে, বিএনপির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নগর ও থানা, ওয়ার্ড নেতাকর্মী ও কাউন্সিলরা।

পুরান ঢাকার নয়াবাজারের যে স্থানে অবস্থান কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছিল বিএনপি, ঠিক সেই জায়গায় শনিবার সকাল ৭টা থেকে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ সদস্যকেও সেখানে মোতায়েন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন (জন) বলেন, ‘বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেজন্য আমরা আমাদের দলীয় কার্যালয়ের নিচে অবস্থান নিয়েছি।

 

image_pdfimage_print