Home ব্যাংক-বীমা ১৩.৫ লক্ষ টাকা বীমা দাবির চেক হস্তান্তর করলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স

১৩.৫ লক্ষ টাকা বীমা দাবির চেক হস্তান্তর করলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স

77
0
SHARE

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ০৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১৩.৫ লক্ষ টাকা বীমা দাবির চেক বীমা গ্রাহকের পরিবারকে হস্তান্তর করেছে। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার শফিক (অবঃ), এনডিসি, পিএসসি, পিএইচডি, এমফিল, এমবিএ, এমএসএস, পিজিডি (ইউএসএ) এর নিকট থেকে ১২ লক্ষ টাকার চেক গ্রহণ করেন মৃত বীমা গ্রাহকের পিতা-মাতা এবং অপর একজন বীমা গ্রাহক নিজে ক্রিটিক্যাল ইলনেস বীমা দাবি বাবদ ১.৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন। উভয় বীমা গ্রাহকের পরিবারের অন্যন্য সদস্যবৃন্দসহ আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত জীবন বীমা কোম্পানি আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ নেতৃত্বের দিক নির্দেশনায় জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ আস্থা, স্বচ্ছতা, কমপ্লায়েন্স, প্রতিশ্রুতিরক্ষা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে ইতিমধ্যে বীমা শিল্পে স্মার্ট জীবন বীমা কোম্পানির “উদীয়মান রোল মডেল”হিসেবে সুপরিচিতি লাভ করেছে।

 

image_pdfimage_print