Home ব্রেকিং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বারি পরিদর্শন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বারি পরিদর্শন

86
0
SHARE
-ফাইল ছবি

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ৪ শত শিক্ষার্থী রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। শিক্ষার্থীরা বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সুলতান আহমেদ। শিক্ষার্থীবৃন্দ ইনস্টিটিউটের পেস্টিসাইড এ্যানালাইটিক্যাল ল্যাব, গ্রীন হাউজ ল্যাব, ইনসেক্ট মিউজিয়াম এবং হাইড্রোপোনিক ল্যাব পরিদর্শন করেন।

পরিদর্শন পরবর্তী কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীবৃন্দকে আগামীর সোনার বাংলাদেশ গড়ার কারিগর হতে নিজেদেরকে প্রস্তুত থাকার আহ্বান করেন।

image_pdfimage_print