Home জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠদান নয়, গবেষণায় মন দিতে হবে : বগুড়ায় বিজ্ঞান মেলায়...

বিশ্ববিদ্যালয়ে শুধু পাঠদান নয়, গবেষণায় মন দিতে হবে : বগুড়ায় বিজ্ঞান মেলায় ডিজি মুনীর চৌধুরী

95
0
SHARE

পরিক্রমা ডেস্ক : বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে তরুন বিজ্ঞানী ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক বিজ্ঞান মেলায় (৬ আগস্ট ২০২৩ইং) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, “ বাংলাদেশের গ্রামে গঞ্জে ও মফস্বলে অনেক সুপ্ত মেধা ছড়িয়ে আছে। ঐ মেধাকে উদ্ভাবনী কাজে লাগিয়ে দেশকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ করতে হবে। আর এ সক্ষমতা অর্জনের জন্য শিক্ষার্থীদের গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং সৃজনশীলতার উন্মেষ ঘটাতে হবে। শুধু মুখস্ত বিদ্যা দিয়ে বিজ্ঞান শেখা যায় না, বিজ্ঞান চর্চা করতে হয় এবং গভীর নিষ্ঠার সঙ্গে এর প্রয়োগ ঘটাতে হয়। মানব কল্যাণে বিজ্ঞানকে ব্যবহার করতে হবে, বিশেষ করে সড়ক দুর্ঘটনা রোধ, দূষণরোধ, অগ্নিকাণ্ড প্রতিরোধ, কৃষি উৎপাদন ও শিল্প উৎপাদন বৃদ্ধিসহ সর্বত্র বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মানুষের বিকল্প রোবট হতে পারেনা। রোবট বা ড্রোন কিংবা আধুনিক প্রযুক্তি যাই ব্যবহার করি না, কেন সেই প্রযুক্তির পেছনে যে মানুষটি তার সততা, দক্ষতা, দেশপ্রেম ও কর্তব্যবোধ প্রধান ফ্যাক্টর। শুধু চিকিৎসক, প্রকৌশলী, গবেষক বা বিসিএস অফিসার হলেই জীবন সার্থক হবে না, যদি সততা ও নৈতিকতা না থাকে। বিশ্ববিদ্যালয় শুধু মাত্র ক্লাস নেওয়ার স্থান নয়, বিশ্ববিদ্যালয়কে অধ্যয়ন, অনুশীলন ও গবেষণার অনন্য ক্ষেত্রে পরিণত করতে হবে, এজন্য শিক্ষকদের অনেক শ্রম ও সময় দিতে হবে এবং গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে”।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’এর ভাইস চ্যান্সেলর ড.মো. মোজাফফর হোসেন , পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ফজলুর রহমান।

image_pdfimage_print