
ক্যাম্পাস প্রতিবেদক: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র আশুলিয়াস্থ ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের উদ্যোগে গত ৯ জুলাই ২০২৩ তারিখ বুধবার আয়োজিত হলো Potluck Party-2023 । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান বৈধ উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খান, বৈধ ট্রেজারার প্রফেসর নুরুল ইসলাম ভূইয়া-সহ বিভাগীয় অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাহারি আইটেমের প্রচুর খানাপিনার আয়োজন করা হয়, যা ছিল চোখে পড়ার মতো। বেশ আনন্দঘন পরিবেশে হাজেরানে মজলিস লোভনীয় এসব খাবার গ্রহন করেন।
অনুষ্ঠানে চোখে পড়ার মতো আরো উপস্থিত ছিলেন ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতিপূর্বে বাতিলকৃত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফর সাদেক, তার মাতা ট্রাস্ট সদস্য সালেহা সাদেক এবং তার পিতা তথাকথিত আজীবন সদস্য মাওলানা সাদেক। তার যথেষ্ট বয়স হয়েছে। কেউ কেউ বলছেন আশি ছুঁই ছুঁই। কিন্তু চলনে-বলনে যেন কচি খোকা। গায় ছিল টকটকে লাল কোট আর মাথায় কাউবয় কেপ। এলাহি কায়কারবার। এই মাওলানা সাদেকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নাই। ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে তার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে তাহলো ভূয়া ইমেরিটাস অধ্যাপক, অনার্সে তৃতীয় শ্রেণি এবং ভূয়া পিএইচডি ডিগ্রিধারী। তাছাড়া আরো যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে তাহলো জঙ্গি কানেকশন, জাল সার্টিফিকেট বিক্রি, অর্থ পাচার, বিশ্ববিদ্যালয়ের অর্থে নিজ ও পরিবারের সদস্যদের নামে বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়, ভূয়া ভাউচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নির্বিচারে নারী কেলেংকারী, একাধিক অবৈধ সন্তানের পিতৃত্ব অর্জন ইত্যাদি। এসব প্রমানিত অভিযোগ মাথায় করে সে মানবসমাজে নির্বিঘ্নে চেহারা দেখিয়ে ঘুরাঘুরি করছে। বিজ্ঞজনরা বলছেন কালো টাকা থাকলে তার জন্য আইন খেলার পুতুল মাত্র। যখনতখন যা ইচ্ছা অপকর্ম করো কিন্তু থাকো ধরাছোঁয়ার বাইরে। কি অদ্ভুত এই দেশ।