Home ব্রেকিং আমেরিকার ভিসা নীতি একটি কাগুজে বাঘ মাত্র : প্রমাণ করলেন সাংসদ শামীম...

আমেরিকার ভিসা নীতি একটি কাগুজে বাঘ মাত্র : প্রমাণ করলেন সাংসদ শামীম ওসমান

85
0
SHARE
-ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : দেশের প্রথম শ্রেণির জাতীয় দৈনিক প্রথম আলো’র গত ২৫ জুলাই, ২০২৩ তারিখের রিপোর্ট মারফত জানা যায়, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলান বলেছেন-যুক্তরাষ্ট্র অন্যান্য ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয় প্রকাশ করলেও নীতিগত ভাবে ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করেন না। অর্থাৎ কার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিংবা হয় নাই তা কখনো প্রকাশ করে না।
ইতিপূর্বে The Daily Star গত ২৫ মে, ২০২৩ তারিখ তাদের অনলাইন সংস্করণে লিখেছে যে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই ভিসা নীতির স্বপক্ষে বিভিন্ন পর্যায়ের মার্কিন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সময় এর যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য প্রদান করে আসছেন। এই নীতির আওতায় যারা আসবেন-বর্তমান ও সাবেক কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিল্পী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  সদস্য ইত্যাদি। এমনকি তাদের নিকটতম পরিবারের সদস্যরাও এর আওতাভুক্ত হবেন। ইতিমধ্যে এই ভিসা নীতির বিরুদ্ধে ড. রাব্বি আলম-সহ ৩ জন বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমেরিকার একটি আদালতে মামলাও করেছেন।
দৈনিক জনকণ্ঠ গত ৬ আগষ্ট,২০২৩ এক রিপোর্টে বলছে–মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদি ড. রাব্বী আলমের আর্জির প্রেক্ষিতে ৬ জন মার্কিন কংগ্রেস ম্যানের বিরুদ্ধে সমন জারি করেছে মিশিগান অঙ্গরাজ্যের একটি আদালত। ৬ জন মার্কিন কংগ্রেস ম্যান হলেন রিপাবলিকান দলীয় পেরী স্কাট, কেরী মোর, বব গুড, টীম বারসেট, ওয়ারেন ডেভিসন, ও কিথ সেল্প।
Jackson Heights, New York থেকে প্রকাশিত Weakly Aajkal  পত্রিকার গত ৩ জুন, ২০২৩ তারিখের রিপোর্ট থেকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ৫১ জন বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। এদের সবারই যুক্তরাষ্ট্রের মাল্টিপল বা অন্য ভিসা মঞ্জুর করা ছিল।  রাজনীতিবিদদের মধ্যে যাদের ভিসা বাতিল করা হয়েছে মর্মে ইতিপূর্বে খবর চাউর হয়েছিল তার মধ্যে ১ নাম্বারে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বহুল আলোচিত সমালোচিত সাংসদ বিবিধ কায়দায় মিডিয়ায় উপস্থিত থাকতে ওস্তাদ খেলা হবে শ্লোগানের প্রবর্তক একেএম শামীম ওসমান। নারায়নগঞ্জের স্থানীয় ও বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা গত ১ জুন ২০২৩ এক রিপোর্ট বলছে–ক’দিন আগে তিনি আমেরিকা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন। কিন্তু আমেরিকার সরকার তার ভিসার আবেদনটি নাকচ করে দেয়। পত্রিকাটি আরো বলছে–২০০১ সালে ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসলে তাকে রাতের আঁধারে দেশ ছেড়ে পালাতে হয়। দেশ ছেড়ে পালানোর ফলে তাকে অনেক কষ্ট পোহাতে হয়েছিল ঐসময়। তাই তিনি আর ভুল করতে চান না। তাছাড়া তিনি ইতিমধ্যে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছেন। যদিও বাস্তবক্ষেত্রে  তার কোন ব্যবসায় কিংবা অন্য কোন আয় রোজগারের ব্যবস্থা দৃশ্যমান নয়। বক্তৃতা দিতে দাঁড়ালে তিনি প্রায়শঃই বলে থাকেন, স্কুল জীবনে টাকা পয়সার অভাবে একসময় আমরা পরীক্ষার ফর্ম পূরণ করতে পারি নাই। সেই শামীম ওসমান কি ভাবে এতো অর্থ বিত্তের মালিক হলেন তা এক মিলিয়ন ডলার প্রশ্ন হয়ে আছে! নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি কিংবা নিহত তক্বীর শোকাহত পিতা রাফিউর রাব্বি এবং নারায়ণগঞ্জ  প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এডভোকেট মাছুমুর রহমান সময় সুযোগ পেলেই এতদ বিষয়ে প্রশ্ন তুলতে দ্বিধা করেন না।  গত নাসিক নির্বাচনে শামীম ওসমানের বিতর্কিত ভূমিকার কারণে ডা: আইভি তাকে গড ফাদার উপাধিতে ভূষিত করেছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি অবশ্য এখন দলীয় কর্মীদের শামীম ওসমানের   মিটিংয়ে  যেতে পরামর্শ দিচ্ছেন। পত্রিকাটি আরো লিখেছে–শামীম ওসমান ভুল করতে পারেন না। তাই তিনি দুবাই সিটিতে হাউজিং ব্যবসায় প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। নিজ ও পরিবারের সদস্যদের জন প্রতি ৪ কোটি ৬০ লাখ টাকা খরচ করে জোগাড় করেছেন তুরস্কের পাসপোর্ট। সেই পাসপোর্ট দিয়ে তিনি ইতিমধ্যে পুরো ইউরোপ ঘুরে বেড়িয়েছেন।  টাকার জোর বড় জোর।
দৈনিক যুগান্তর পত্রিকা গত ৪ জুন ২০২৩ এক রিপোর্টে জানাচ্ছে–শামীম ওসমান দাবী করেছেন তার মার্কিন ভিসা বাতিল হয় নাই।  বরং ওটার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। প্রয়োজনে আমি তা সিনিয়র সাংবাদিকদের দেখাবো।  তিনি আরো বলেছেন–অনেকে দাবী করছেন আমি স্বপরিবারে তুরস্কের পাসপোর্ট দিয়ে ইউরোপ ঘুরে এসেছি। তাদের বলতে চাই তুরস্কের পাসপোর্ট দিয়ে ইউরোপ ঘুরা যায় না।
কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শামীম ওসমান হঠাৎ করেই আমেরিকা গিয়ে হাজির হলেন। দৈনিক যুগান্তর পত্রিকা গত ১৪ জুলাই ২০২৩ তারিখের রিপোর্টে বলছে–শামীম ওসমান গত১২ জুলাই স্বপরিবারে আমেরিকা গিয়েছেন। সফরকালে তিনি একসময় বাঙালি অধ্যুষিত এলাকা Jackson Heights এ যান। সেখানে তিনি বিএনপি সমর্থকদের বাঁধার মুখে পড়েন। ঐসময় লোকজন তাকে উদ্দেশ্য করে ভূয়া ভূয়া শ্লোগান দিতে থাকে। এক সময় তিনি শ্লোগান দেওয়া লোকজনের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। বলেন, মনে রাইখো আমার নাম শামীম ওসমান। তুমি আমেরিকায় থেকে মনে কইরো না আমেরিকার সব তোমার। তুমি আমেরিকা যখন চিনো না, তোমার ফোর্স যে পর্যন্ত  নাই, তার চেয়ে হাজারগুনে ফোর্স কিন্তু আমার আছে। কথা শেষ!!  তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিমন্ডলে একটি আলোচনা এখন বেশ সরগরম–শামীম ওসমান প্রমান করলেন, আমেরিকার ভিসা নীতি একটি কাগুজে বাঘ মাত্র।
Los Angeles, California থেকে প্রকাশিত La Bangla Times  পত্রিকার মাধ্যমে জানা যায়, যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগ নেতা সাংসদ একেএম শামীম ওসমান-কে হেনস্তা করার প্রতিবাদে নোয়াখালী জেলার সোনাইমুড়ীর সাবেক ছাত্র দল নেতা বাদল মির্জার বাড়িতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা, ভাঙ্গচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। অবশ্য সেসময় বাড়ির লোকজন অন্যত্র সরে গিয়েছিল।    দৈনিক যুগান্তর গত ১৭ জুলাই ২০২৩ তারিখ এক রিপোর্টে জানাচ্ছে–গত ১৩ জুলাই নারায়নগঞ্জের ডাকবাংলোর সামনে ছাত্রদলের ৩জন নেতার উপর ছাত্রলীগের সদস্যরা হামলা চালিয়েছে। এই প্রতিবেদক নারায়নগঞ্জের রাজনীতি সচেতন  সাধারণ নাগরিকদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, ভাই শামীমকে আমরা দীর্ঘদিন যাবৎ চিনি। এসব ঘটনা পূর্বপরিকল্পিত, নির্দিষ্ট ছকে সাজানো নাটকের অংশ বিশেষ।  আমেরিকান টেলিভিশন IBTV USA-তে প্রদত্ত এক সাক্ষাতকারে পক্ষান্তরে তিনি তা স্বীকার করেছেন। তিনি বলেছেন- তারা বোধহয় আগেই জানতো আমি এখানে আসবো।
তারা আরো বললেন,আপনারা জানেন তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। বলতে পারেন এটা তার এক ধরনের মুদ্রাদোষ। টকশোগুলোতে তিনি এক অপরিহার্য বক্তা। কখনো দেখা যায় তিনি গায় রং মেখে সং সেজে হোলি খেলছেন, কখনো উন্মুক্ত মাঠে জুতা পায়ে চেয়ারে বসে নামাজ পড়ছেন, কখনো সন্মানজনক সাংবিধানিক পদবি সাংসদ হওয়া সত্ত্বেও চুঙ্গা ফুঁকে মুখরোচক শ্লোগান দিচ্ছেন, কখনো ডিএনডি খালের ময়লা পানিতে নেমে দাড়িয়ে থাকছেন, কখনো মোবাইলে কর্তব্যরত কোন পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় বকাঝকা দিচ্ছেন, কখনো কোন মাহফিলে হাজির হয়ে ওয়াজনসিহত করছেন, কখনো নিজের বিবাহ বার্ষিকীর ভিডিও নেট-দুনিয়ায় ছেড়ে দিচ্ছেন। এই প্রতিবেদক আবার জিজ্ঞেস করলেন, শুনলাম তিনি কানাডার পাসপোর্টে আমেরিকা গিয়েছেন। উত্তরে তারা বললেন, সত্যমিথ্যা জানি না এটা আমরাও শুনেছি। এই প্রতিবেদক পুনরায় তাদের জিজ্ঞেস করলেন, একজন লোক একই সময়ে তুরস্ক, কানাডা, আমেরিকা, কিংবা বাংলাদেশের পাসপোর্ট/ওয়ার্ক পারমিট/রেসিডেন্স পারমিটের মালিক হন্ কি-ভাবে!! তারা বললেন, টাকা থাকলে বাঘের চোখও মিলে। আর প্রচলিত আইন হয়ে যায় তার জন্য জলবৎতরলং। তিনি আমেরিকায় যে গাড়ি ব্যবহার করেছেন তার মূল্য  বাংলাদেশী মুদ্রায় আড়াই থেকে তিন কোটি টাকার কম হবে না। রাজনীতি সচেতন ঐ ব্যক্তিবর্গের নিকট এই প্রতিবেদক জানতে চান, আপনারা কি মনে করেন বলা নেই কওয়া নেই হঠাৎ করে আমেরিকায় গিয়ে শামীম ওসমান আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরাগভাজন হয়েছেন? উত্তরে তারা বললেন, দেখুন এধরণের একটি গুঞ্জন কিন্তু নারায়নগঞ্জের রাজনীতির মাঠে বিরাজমান আছে।  সময় হলে এসবের উত্তর পাওয়া যাবে।   এমনও হতে পারে, তার এই হঠাৎ  করে আমেরিকায় গিয়ে হেডম দেখানো এবং একটা হৈহল্লার মধ্যে পড়ে যে রিএ্যাকশন সৃষ্টি হয়েছে তাতে তার রাজনৈতিক জীবনের ইতি ঘটালে ঘটাতেও পারে। তারা আরও বলেন, দেখেন শামীম ওসমান সাহেব একদিনে যতো কথা বলেন নারায়ণগঞ্জের বাকি ৫ জন এমপি সারা বছরেও ততো কথা বলেন না। আমাদের একজন মন্ত্রী আছেন, আছেন একজন মেয়র। তারা কিন্তু বেশ জনপ্রিয়। তারা অযথা বাক্য ব্যায় করেন না, তারা কাজ করেন। কাজ নিয়ে ব্যস্ত থাকেন, অযথা কথা বলার সময় তাদের নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের জিজ্ঞেস করলে তারা বলেন, নারায়নগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ সবসময় জাতীয় পার্টিকে সেক্রিফাইস করে আসছে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার বোধ হয় তা আর হচ্ছে না।  সেখানে এবার আওয়ামী লীগের শক্তিশালী ক্যান্ডিডেট হচ্ছেন স্থানীয় ভাবে বেশ জনপ্রিয় আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দীপু। তাছাড়া নারায়নগঞ্জ-৪ আসনে বিএনপি’র শক্তিশালী প্রার্থী প্রাক্তন এমপি মো: গিয়াস উদ্দিনের বিপরীতে ডাঃ সেলিনা হায়াত আইভি ছাড়া অন্য কিছু ভাবা আওয়ামী লীগের জন্য আত্মঘাতী হতে পারে।
গত ৪ জুলাই ২০২৩ তারিখ সময় টেলিভিশনের এক রিপোর্টে দেখা  যায় শামীম ওসমান বলছেন, পবিত্র মহররম মাসে বিএনপি’র বিবিধ কর্মসূচি দেওয়া ঠিক হচ্ছে না। তাদের বিচারের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করছি। তারা যদি পূর্বের ন্যায় জ্বালাও পোড়াও শুরু করে, আমাদের উপর আক্রমণ চালায় তাহলেও আমরা তাদের প্রত্যাঘাত করবো না। নারায়নগঞ্জে ‘ওসমানী সালতানাত’-এর প্রতিষ্ঠাতা শামীম ওসমানের হঠাৎ এই অহিংস নীতিতে মানুষ বেশ বিষ্মিত।
এদিকে তার একান্ত ভক্ত গোদনাইলের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক রমিজউদ্দিন ভূইয়ার জেষ্ঠ্য পুত্র এনামুল হক ভূঁইয়া বাদল-কে ওয়ার্ড নং-৮ এর আওয়ামী লীগ সভাপতি বানানোর প্রতিশ্রুতি রক্ষা করা তার পক্ষে আর সম্ভব হয় নাই। সেখানে এখন অন্য একজন সভাপতির দায়িত্ব পালন  করছেন।
নারায়নগঞ্জের স্থানীয় জনপ্রিয় পত্রিকা  দৈনিক ইয়াদ গত ৩১ মে ২০২৩ তারিখ এক রিপোর্টে জানাচ্ছে, শামীম ওসমান প্রায়শঃই হুংকার ছাড়েন তিনি অচিরেই মাঠে নামবেন এবং বিএনপি জামায়াত সমর্থকদের ঘরবাড়ি থেকে বের করে এনে উচিত শিক্ষা দিবেন। কিন্তু অবাক করা তথ্য হলো গত ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রাক্তন এমপি মো: গিয়াস উদ্দিনের নেতৃত্বে গরু মহিষ জবাই করে প্রায় ৩০০ স্পটে খিচুড়ি বিতরণ করা হয়।  এর পরিপ্রেক্ষিতে নিজ দলীয় বিরোধীদের ট্রলের মুখে পড়েন শামীম ওসমান। তারা বলতে থাকেন কোথায় এখন সিংহ পুরুষ!!!
image_pdfimage_print