Home ক্যাম্পাস খবর এনএসইউ’র অর্থনীতি বিভাগের আয়োজনে ‘বাংলাদেশের শিশু মৃত্যুহার হ্রাসে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা’ শীর্ষক...

এনএসইউ’র অর্থনীতি বিভাগের আয়োজনে ‘বাংলাদেশের শিশু মৃত্যুহার হ্রাসে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা’ শীর্ষক সেমিনার

94
0
SHARE

পরিক্রমা ডেস্ক : উন্নয়নশীল দেশগুলোতে শিশু ও মাতৃমৃত্যুর হার আগের চাইতে অনেক হ্রাস পেলেও উন্নত দেশগুলোর তুলনায় এই হার এখনও অনেক বেশি। আজ নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অর্থনীতি বিভাগ আয়োজিত ব্রাউন ব্যাগ সেমিনারে ‘বাংলাদেশের শিশু মৃত্যুহার হ্রাসে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা’ শীর্ষক সেমিনারে উঠে আসে এমন তথ্য। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস অ্যান্ড উডস ইনস্টিটিউট ফর দ্য এনভায়রনমেন্টের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো ড. মুগ্ধ মাহজাব তার গবেষণায় দেখান যে কমিনিউটি ক্লিনিকের নিকটবর্তী এলাকাগুলোতে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কম।

ড. মুগ্ধ মাহজাব একজন উন্নয়ন অর্থনীতিবিদ, যার গবেষণার বিষয়গুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনীতি, পরিবেশ এবং জনস্বাস্থ্য উল্লেখযোগ্য। ন্যাচারাল এক্সপেরিমেন্ট পদ্ধতি অনুসরণ করে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে শিশু ও মাতৃস্বাস্থ্যের ওপর কমিউনিটি-ক্লিনিকের উপস্থিতির প্রভাব মূল্যায়ন করেন। গবেষণায় রাজনৈতিক শাসন পরিবর্তনের বিষয়টিও উঠে আসে।
গবেষণাপত্র উপস্থাপন শেষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। অনলাইনের মাধ্যমেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতা সেমিনারে অংশগ্রহণ করেন। শিক্ষক-শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। এনএসইউ’র অর্থনীতি বিভাগ প্রথমবারের মতো হাইব্রিড পদ্ধতিতে সেমিনারের আয়োজন করেছে।

image_pdfimage_print