Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে সেমিনার: ‘সবুজ নগরায়ন চাই’

বিজ্ঞান জাদুঘরে সেমিনার: ‘সবুজ নগরায়ন চাই’

93
0
SHARE

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (২৩.০৮.২০২৩খ্রি.) তারিখ ‘টেকসই জীবনের জন্য সবুজ নগর’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিআইজিএম’এর ১৯তম ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের ৩১জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সেমিনারে বাংলাদেশকে সবুজে রুপান্তরে এবং নগরী মহানগরীগুলোকে সবুজায়নের আহ্বান জানিয়ে বক্তারা ভবন নির্মাণ বিধি প্রতিপালন, দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা, জলাধার সুরক্ষা এবং জলাবদ্ধতা নিরসনের উপর গুরুত্বারোপ করেন। বক্তারা আদর্শ নগরায়নের পথে প্রতিবন্ধকতা হিসেবে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব (অর্থ বিভাগ), বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট’এর পরিচালক ড. মোঃ তারেক বলেন, “দেশকে বাঁচাতে হলে সবুজ নগরায়ন নিশ্চিত করতে হবে।” তিঁনি বলেন, “পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে, ৪র্থ শিল্প বিপ্লবের পর ৫ম শিল্প বিপ্লব আসছে, প্রযুক্তির মধ্যেই প্রকৃতিকে রক্ষা করতে হবে, মানুষ প্রকৃতির অংশ।” তিঁনি আরও বলেন, “দেশে প্রশাসনিক কাজের গতি বেড়েছে, দেশের উন্নয়ন বেড়েছে, কিন্তু আমাদের কমিটমেন্ট বাড়াতে হবে। আমরা যা’ বলি, তা’ যেন করি, সেই কমিটমেন্ট নিয়ে একসঙ্গে মিলে এগিয়ে যেতে হবে। নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থেকে সুন্দর ও সবুজ শহর উপহার দেওয়া সম্ভব।” সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “নগরীর পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রমের জন্য সরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। প্রতিটি সরকারী দপ্তরে সবুজের ছাপ থাকতে হবে। মনকে সবুজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে।” সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইকো ডিজাইন কনসালটেন্টস অব বাংলাদেশ এর প্রধান প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান, নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার নুশরাত আরা খানম। এছাড়া আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ মোখলেসুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এম.এম. ইকবাল সফি, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার মোঃ আল—আমিন, উত্তম কুমার পাল পিপিএম (অতিরিক্ত পুলিশ কমিশনার, রংপুর), গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.এস.এম. শাহারিয়ার জাহান এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়। এর আগে প্রশিক্ষণার্থীসহ কর্মকর্তারা জাদুঘরের প্রদর্শনীবস্তু পরিদর্শন করেন।

image_pdfimage_print