Home ক্যাম্পাস খবর এনএসইউ’র মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের উদ্যোগে ‘হাই ইমপ্যাক্ট জার্নাল পাবলিশিং’ বিষয়ক...

এনএসইউ’র মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের উদ্যোগে ‘হাই ইমপ্যাক্ট জার্নাল পাবলিশিং’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

97
0
SHARE

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের উদ্যোগে ‘ডেভেলপিং এডিটোরিয়াল প্রোপোজাল অ্যান্ড পাবলিশিং ইন হাই ইমপ্যাক্ট ইন্টারন্যাশনাল জার্নালস’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই ইভেন্টটি গবেষকদের শীর্ষ জার্নালগুলোতে পর্যালোচনা প্রক্রিয়া বুঝতে সাহায্য করে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নিউক্যাসল বিজনেস স্কুলের ইউনিভার্সিটি অব নর্থামব্রিয়া’র সিনিয়র লেকচারার ড. রিয়াদ শামস। তিনি একাধিক আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ’র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহাম্মদ।

আলোচনা সভায় ড. শামস আন্তর্জাতিক মানের রিসার্চ ও প্রোপোজাল তৈরি এবং তা প্রকাশনার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “ভালো মানের একটি জার্নালে গবেষণা প্রকাশিত হলে তা গবেষকদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।”

প্রশ্নোত্তর পর্বে ড. শামস গবেষকদের জন্য জার্নাল, পাবলিকেশন এবং পিএইচডি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত
আলোচনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. শামস ও শ্রোতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এসবিই’র ডিন অধ্যাপক ড. হেলাল আহাম্মদ। তথ্যবহুল ও সমৃদ্ধ আলোচনা সভা আয়োজনের জন্য আয়োজকদেরও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

image_pdfimage_print