
পরিক্রমা ডেস্ক : সম্প্রতি ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর সাথে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস বিকাশ লিঃ এর সাথে স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে বিকাশ-এর সকল কর্মকতার্ ও কর্মচারী ডেলটা লাইফ থেকে স্বাস্থ্য বীমা সুবিধা প্রাপ্য হবেন। বিকাশ এর কপোর্রেট অফিসে ডেলটা লাইফের মুখ্য নিবার্হী কর্মকতার্ (চলতি দায়িত্ব) জনাব আনোয়ারুল হক এবং বিকাশ লিমিটেড এর সিইও জনাব কামাল কাদির চুক্তিপত্র বিনিময় করেন। উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকতার্বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।