Home ক্যাম্পাস খবর এনএসইউতে আয়োজিত হলো ‘ইন্টার ইউনিভার্সিটি আনপ্লাগড ২০২৩’ মিউজিক্যাল ফেস্ট

এনএসইউতে আয়োজিত হলো ‘ইন্টার ইউনিভার্সিটি আনপ্লাগড ২০২৩’ মিউজিক্যাল ফেস্ট

99
0
SHARE

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) আজ এনএসইউ গ্যালারি ও আপার প্লাজায় ‘ইন্টার ইউনিভার্সিটি আনপ্লাগড ২০২৩’ মিউজিক্যাল ফেস্টের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ‘র অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. আতিকুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, “আজ আমরা শুধু সঙ্গীত উপভোগ করার জন্যই একত্রিত হইনি, বরং শিক্ষা যে একতা ও বৈচিত্র্য নিয়ে আসে তা উদযাপন করতেও আমরা একত্রিত হয়েছি।”

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, মেরিটাইম ইউনিভার্সিটি, ড্যাফোডিলস ইউনিভার্সিটিসহ মোট সাতটি স্বনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এনএসইউএসএস একটি ফ্ল্যাশ মবও পরিবেশন করে। আর্ক, লেভেল ফাইভ এবং অড সিগনেচার অনুষ্ঠানের শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে।

image_pdfimage_print