Home ব্রেকিং মুসা আহম্মেদ কে সংবর্ধনা দিল হবিগঞ্জ ও মৌলভীবাজার ডাক কর্মচারী এসোসিয়েশন।

মুসা আহম্মেদ কে সংবর্ধনা দিল হবিগঞ্জ ও মৌলভীবাজার ডাক কর্মচারী এসোসিয়েশন।

109
0
SHARE

শায়েস্থাগন্জ থেকে ফিরে আবদুল বারী ঃ
গত ২৮ শে সেপ্টেম্বর হবিগঞ্জের শায়েস্তা গন্জ উপজেলা ডাকঘর কার্যালয়ে বাংলাদেশ ডাক কমচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মুসা আহম্মদ, শায়েস্তাগন্জ এ আসা উপলক্ষে তাকে সংবধনা প্রদান করা হয়,। হবিগঞ্জ ও মৌলভীবাজার ডাক কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ডাক কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ ও মৌলভীবাজার এসোসিয়েশনের সম্পাদক রফিক মিয়ার পরিচালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন পোস্ট অফিস কর্মচারী এসোসিয়েশনের পিজুস সুত্রদর, মামসাদ হোসেন,,ডাক কর্মচারীএসোসিয়শনের মতিউর রহমান, সোহেল মিয়া, হবিগঞ্জ কালীবারী পোস্ট অফিসের সহকারী পরিদর্শক জিয়াউদ্দিন, শাহাজীবাজার পোস্ট অফিসের রানার হাজী আবদুল হাই, শায়েস্তাগন্জ উপজেলা ডাক ঘরের সহকারী পরিদর্শক , সুভাষ দত্ত, হবিগন্জের , মেইল শাখার আবদুল মুকিত, , জুয়েল মিয়া, সহ আরও অনেক এ। অতিথি হিসেবে আসা ব্যাক্তিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন , বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মোঃ ইসমাইল হোসেন, কুশল টুরস এ্যান্ড ট্রাভেলসের সত্বাধিকারী শাহেনশাহ,বিশিষ্ট ব্যবসায়ী,অহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, সাংবাদিক আবদুল বারী,। সংবর্ধনা পেয়ে মুসা আহমেদ বলেন আপনাদের এ ভালবাসা পেয়ে আমি অভিভুত,আনন্দিত,, আপনারা সততা ও দক্ষতার সাথে কাজ করবেন কেউ আপনাদের সফলতা আটকাতে পারবেনা।,আর আমার কাছে ও যে কোন সমস্যায় পড়লে আপনারা আসবেন আমি সর্বাত্নক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পরে মুসাআহম্মেদ কে ডাক কর্মচারী এসোসিয়েশন ও পোস্ট অফিস কর্মচারী এসোসিয়েশন নেতারা আলাদা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

image_pdfimage_print