
পরিক্রমা ডেস্ক : (আজ রবিবার ০১ অক্টোবর, ২০২৩) সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী সুলতানা রাজিয়া অসুস্থ জনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয় পরবর্তীতে লাইফ সাপোর্টে চিকিসাধীন থাকাবস্থায় গতকাল রাত ১২.০০ টায় মৃত্যু বরণ করে। (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। মিসেস সুলতানা রাজিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন। বেগম রওশন এরশাদ মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন পরমকরুণাময় আল্লাহ তায়ালা যেন তার পরিবারবর্গের সকলকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
অনুরূপ এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব, সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব – গোলাম মসীহ্ শোক জানিয়েছেন। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।