
পরিক্রমা ডেস্ক : আজ বুধবার- গাইবান্ধা, মেহেরপুর, বরিশাল জেলার নেতৃবৃন্দের সাথে জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা সকাল ১১.০০ টায় গুলশানস্থ পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীবন্ধু পুত্র রাহ্গির আলমাহি সাদ এরশাদ-এমপি। জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত- গোলাম মসীহ্’র সভাপতিত্বে মত বিনিময় সভায় অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু।
প্রধান অতিথির বক্তব্যে সাদ এরশাদ- এমপি বলেন, আমার পিতা সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সংস্কার কর্মকান্ড দেশবাসীর সামনে নিয়ে আসতে হবে এবং ভবিষ্যত রাজনীতি সেই নিরীক্ষে পরিচালনা করতে হবে তাহলেই আমরা সফল হবো।
সভাপতির সমাপনী বক্তব্যে গোলাম মসীহ্ বলেন, অভিজ্ঞাতায় সমৃদ্ধ আমাদের জাতীয় পার্টি; আমরা আমাদের দল ও নেতৃবৃন্দ বেগম রওশন এরশাদের নেতৃত্বে একটি দুর্নীতি ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে এগিয়ে যাবো।
সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সাবেক এমপি-এম. এ গোফরান, ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, এ্যাড. জিয়াউল হক মৃধা, কেন্দ্রীয় সদস্য আজিজ চৌধুরী, মজিবুর রহমান মজিব, মো: জহির উদ্দিন (জহির), মুহাম্মদ ই¯্রাফিল মিয়া, নাসির উদ্দিন মুন্সী, আজমল হোসেন জিতু, সাজেদা শারমিন পারভিন লিজা, মোসলেম আলী, আমিরুল ইসলাম, আলতাফ হোসেন ভাট্টি, ডাঃ সেলিমা হোসেন, জিয়াউল হক জুয়েল, মনজুরুল হক সাচ্চা ও ছাত্র সমাজ নেতা -আবু সাঈদ লিয়ন।