
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৮ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া।
আওয়ামী লীগের রাজনীতি ছাড়াও দীর্ঘদিন ধরে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত।
মঙ্গলবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন ও জমা দেন তিনি।
আবদুল মতিন ভূইয়া শিশু সংগঠন খেলাঘরে কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য। এছাড়া বাংলা একাডেমি আজীবন সদস্য।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৈশোর বয়স থেকেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করি। মতিঝিলে ৪০ বছর ধরে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি করছি। এখন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছি। ৯০ এর দশকে অবিভক্ত মতিঝিল থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলাম। শেখ হাসিনা আমায় মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা করছি।
আবদুল মতিন ভূইয়া মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদেরও সভাপতি। পাশাপাশি কয়েকটি ব্যবসায়িক সংগঠনেরও নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী- ১ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম চেয়েছিলেন।