Home ক্যাম্পাস খবর বাইউস্ট ইইই বিভাগ ও ব্র্যাকনেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাইউস্ট ইইই বিভাগ ও ব্র্যাকনেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

150
0
SHARE

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ব্র্যাকনেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

সমঝোতো স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্র্যাকনেট লিমিটেডের অধীন ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং এবং ইন্টার্নশিপ সম্পন্ন করতে পারবে। এছাড়াও দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা সহযোগীতার সুযোগ তৈরি হবে।

উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন মিয়া (অব.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল আহসান, পিএসসি (অব.), এবং আইকিউএসির ডাইরেক্টর প্রফেসর ড. কে আহমেদ আলম।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামান ও ব্র্যাকনেট লিমিটেডের জিএম মোকাররম হোসেনের পক্ষে প্রতিষ্ঠানটির পার্টনারশিপস অ্যান্ড অ্যালায়েন্স কো-অর্ডিনেটর ‍সাব্বির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রভাষক ড. সামি আজাদ, মো. নাহিদুল আলম এবং ব্র্যাকনেট লিমিটেডের সিনিয়র সলিউশন আর্কিটেক্ট শাফায়েত আহমেদসহ ব্র্যাকনেট লিমিটেড এবং বাইউস্টের অন্যান্য অনুষদ সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

image_pdfimage_print