Home ক্যাম্পাস খবর চুয়েটে “25th meeting of the Research Evaluation Committee (REC)” সভা অনুষ্ঠিত

চুয়েটে “25th meeting of the Research Evaluation Committee (REC)” সভা অনুষ্ঠিত

152
0
SHARE
-সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ  “25th meeting of the Research Evaluation Committee (REC)“ সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টরেট অফ রিসার্চ এন্ড এক্সটেনশন  (DRE)-এর উদ্যোগে আজ ১১ জানুয়ারী, ২০২৪ খ্রি:, বৃহস্পতিবার, বেলা ১১:০০ ঘটিকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে সভায় সভাপতিত্ব করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন চুয়েট এর ডিরেক্টরেট অফ রিসার্চ এন্ড এক্সটেনশন (DRE)-এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। সভায় বিশ্ববিদ্যালয়ের ২৮টি গবেষণা প্রকল্প অনুমোদিত হয়।

image_pdfimage_print