
চাঁদপুরের মতলব দক্ষিণে শীতবস্ত্র বিতরণ করেছেন বংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে মতলব দক্ষিণের ৭ নং ওয়ার্ডের ছেবত আলী প্রদানীয়া বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- মতলব পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগ সদস্য কামরুল হাসান মামুন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, নোমান দেওয়ান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠিক সম্পাদক পিন্টু সাহ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাইয়ুম ফরাজী, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, রিপন মিয়া, রুবায়েত হাসান ইহাম, উপ-আপায়ন সম্পাদক আফসার হাবিব, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব আল হাসান, মতলব পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব।
আরো উপস্থিত ছিলেন- মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ রিপন বালা। শীতবস্ত্র বিতরণ পরিচালনা করেন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সদস্য, কামাল দেওয়ান।