Home ব্রেকিং ফুলজান থেকে শেখ রেহানা হচ্ছেন মিষ্টি জান্নাত!

ফুলজান থেকে শেখ রেহানা হচ্ছেন মিষ্টি জান্নাত!

193
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শিশু শেখ রাসেল। তার জীবনালেখ্য নিয়ে নির্মিতব্য ‘শেখ রাসেলের আর্তনাদ’ শিশুতোষ চলচ্চিত্রে অভিনয়ের জন্যে ডা: মিষ্টি জান্নাত চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বিনা পারিশ্রমিকে এই চলচ্চিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট বোন শেখ রেহানা’র চরিত্রে অভিনয় করবেন।

গেলো ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিষ্টি জান্নাত তার সোশ্যাল হ্যান্ডেলে জানান, তিনি এই চলচ্চিত্রে শেখ রেহানার চরিত্র রূপায়ণে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বিনা পারিশ্রমিকে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হওয়ার একটি ছবিও পোস্ট করেছেন নিজের ফেইসবুকে। শিশুতোষ এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন সালমান হায়দার। এই চলচ্চিত্রটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক এনওসি পাওয়া বলে নির্মাতা সূত্রে জানিয়েছেন মিষ্টি জান্নাত।

মডেল ও চিত্রনায়িকা ডা: মিষ্টি জান্নাত জানান, এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে। এতে আরও অভিনয় করবেন নায়িকা মৌসুমী, অপু বিশ্বাস ও নায়ক রোশান। এই চলচ্চিত্রে নিজেকে সম্পৃক্ত করা প্রসঙ্গে সুন্দরী তারকা মিষ্টি জান্নাত বলেন, এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ায় নিজকে সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে শেখ রেহানা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ধন্য। আশা করি চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের দোয়া চাই। আমি অপেক্ষায় আছি কখন ক্যামেরা ওপেন হবে।

জানা যায়, মিষ্টি জান্নাতের পুরো নাম জান্নাতুল ফিরদাউস মিষ্টি। অভিনয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক। মূলত এই নামেই তিনি মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছেন। বর্তমানে তিনি যুক্ত আছেন নানা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সংস্থার সাথে। তার নিজস্ব ও ব্যক্তিগত কিছু প্রতিষ্ঠানের (জান্নাত সমাজ কল্যান সংস্থা ও বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ) মাধ্যমে গরীব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহযোগিতা ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ত্রান বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, লাভ স্টেশন ছবিতে অভিনয় করে সাফল্য পাওয়ার পর খুলনার মেয়ে মিষ্টি জান্নাত অভিনয় করেন চিনি বিবি, তুই আমার, তুই আমার রানী, আমার প্রেম তুমি, রংবাজ খিলাড়ি’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে জনপ্রিয়তা পান। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ফুলজান’ গেলো বছর মুক্তি পায়। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক আলোচিত হন মিষ্টি জান্নাত।

image_pdfimage_print