Home ক্যাম্পাস খবর এনএসইউ’তে আইন বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

এনএসইউ’তে আইন বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

209
0
SHARE

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষে ২৭ই ফ্রেব্রুয়ারি  থেকে ২৯ই ফ্রেব্রুয়ারি তিন দিনব্যাপী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ কর্তৃক নানাবিধ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উদযাপন এর প্রথম দিনে (২৭ই ফ্রেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী কার্যক্রম। কার্যক্রমের প্রথমদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ এর হুইপ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ এর সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি।

কার্যক্রমের দ্বিতীয় দিন (২৮ই ফ্রেব্রুয়ারি) কেক কেটে এবং শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালির মাধ্যমে আইন বিভাগ এর দশ বছর পূর্তিকে উদযাপন করা হয়। উদ্বোধনী এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলকপ এর চেয়ারম্যান ড. মিজানুর রহমান মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারী মিস ইয়োজনা বামজান।

কার্যক্রমের তৃতীয় এবং সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয় ২৯ই ফ্রেব্রুয়ারি, ২০২৪ রোজ বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন মহোদয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ; কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান; স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এস কে তৌফিক এম হক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসান মহোদয় তাঁর বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা যেন বার কাউন্সিল এর পরীক্ষা দিতে পারেন সে আশ্বাস প্রদান করেন, এছাড়া তিনি শিক্ষার্থীদের বিচারিক আদালতের কার্যক্রম সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আদালত এর কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন মহোদয় আইন বিভাগ এর শিক্ষার্থীদের আইন বিষয়ে ব্যবহারিক শিক্ষার উপর জোর দেয়ার আহ্বান জানান।

অধ্যাপক আব্দুর রব খান আইন বিভাগের শিক্ষার্থীদের দেশের আইন ও বিচারব্যবস্থায় অবদান রাখার পাশাপাশি দেশ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এর চেয়ারম্যান ব্যারিস্টার আরাফাত হোসেন খান এই দশ বছরে আইন বিভাগ এর শিক্ষার্থীদের নানাবিধ সফলতার চিত্র তুলে ধরেন। তিনি তার বক্তব্যে দেশ বিদেশে আইন বিভাগ এর শিক্ষার্থীরা যে ছাপ রেখে চলেছে এবং বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীরা ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ এর মতো বিখ্যাত সংগঠনের বিনামূল্যে আইনি সেবা প্রদান করে চলেছে সেই দিকগুলো বক্তব্যে তুলে ধরেন।

অধ্যাপক এস কে তৌফিক এম হক নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর শ্রম ও অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এই বিভাগের শিক্ষার্থীরা শুধু দেশ নয়, বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের মেধা ও কৃতিত্বের ছাপ রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দশ বছর পূর্তি উপলক্ষ্যে ২৭ই ফ্রেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উদযাপন এর উল্লেখযোগ্য কার্যক্রম ছিলো ‘ল’; সিম্পোজিয়াম, ক্যারিয়ার ফেয়ার ,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া দিবসের আয়োজন। সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং ফ্যাকাল্টিদের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই কার্যক্রমে আইন বিভাগের দশ বছরের সফলতার নানা দিক ফুটিয়ে তোলা হয়।

image_pdfimage_print