Home ক্যাম্পাস খবর এনএসইউ আইন বিভাগকে প্রধান বিচারপতির বিশেষ উপহার

এনএসইউ আইন বিভাগকে প্রধান বিচারপতির বিশেষ উপহার

213
0
SHARE

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষ্যে ২৯ই ফ্রেব্রুয়ারি, ২০২৪ তিনদিনব্যাপী উদযাপন এর সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিচারিক আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ জানান এবং শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতার আশ্বাস দেন। এরই অংশ হিসেবে প্রধান বিচারপতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের আইন বিষয়ক বিস্তর ধারণা অর্জনের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত পাবলিকেশন সমূহের কপি উপহার দিয়েছেন।

৩ মার্চ বাংলাদেশ সু্প্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী মহোদয়, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এর উপস্থিতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এর চেয়ারম্যান ব্যারিস্টার আরাফাত হোসেন খানের নিকট কপিসমূহ হস্তান্তর করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি আইন বিভাগ উপহার সামগ্রী প্রদানের জন্য মাননীয় প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আইন বিভাগের শিক্ষার্থীরা এসকল পাবলিকেশন যথাযথভাবে কাজে লাগাবে সেই আশ্বাস প্রদান করে।

image_pdfimage_print