Home ব্রেকিং লন্ডনে চাকরি ছাড়ছেন আশরাফ কন্যা, ফিরবেন বাংলাদেশে

লন্ডনে চাকরি ছাড়ছেন আশরাফ কন্যা, ফিরবেন বাংলাদেশে

40
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : এক বছরের ব্যবধানে মা-বাবা হারিয়ে স্বজন হারানোর ব্যথায় কাতর সৈয়দ আশরাফ কন্যা রীমা ইসলাম। আপনজনদের হারিয়ে চারপাশে শুধুই শূণ্যতা। লন্ডন প্রবাসী রীমা ইসলাম দেখেছেন তার পরিবারের প্রতি মানুষের শ্রদ্ধা ও অকৃতিম ভালোবাসা। এ থেকেই তিনি ভাবছেন দেশে ফেরার কথা। লন্ডনের কর্মস্থলে কিছু আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

যুক্তরাজ্যের লন্ডন শহরে জন্ম এবং সেখানেই বেড়ে ওঠেন রীমা। লেখাপড়া শেষ করে লন্ডনেই ব্যাংকে চাকরি করছেন। হংকং-সাংহাই ব্যাংক করপোরেশনে (এইচএসবিসি) ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন।

গত বছরের ৩ জুলাই সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ হয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন। অসুস্থ বাবার শুশ্রূষার জন্য কর্মস্থল ছেড়ে ব্যাংককে ছুটে আসেন রীমা। আশা ছিল উন্নত চিকিৎসায় অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আবার তার বাবা বাংলাদেশের রাজনীতিতে আগের মতোই ভূমিকা রাখবেন। কিন্তু সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অনন্তের পথে পাড়ি জমান সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফের চাচাতো ভাই সৈয়দ তারেকুল ইসলাম ভিক্টর বলেন, বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা দেখে এবং বাবার প্রতি জনগণের অকৃত্রিম শ্রদ্ধা দেখে রীমা অচিরেই দেশে ফিরে আসার চিন্তা করছেন। লন্ডনে চাকরি ছাড়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সহসাই তার ফিরে আসার কথা রয়েছে।

image_pdfimage_print