
পরিক্রমা ডেস্ক : ব্যাংকের মাধ্যমে বীমা গ্রাহকদের ইনস্যুরেন্স সেবা দিতে সম্প্রতি পপুলার লাইফ ইনস্যুন্সে কোম্পানী লিমিটেড এবং এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং এক্সিম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সাবেক সচিব ও কোম্পানীর চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিএফও শেখ মোহাম্মদ আরাফিন কাদের, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির ও শাহ মোঃ আবদুল বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন ভূইয়া, মাকছুদা খানম ও মোঃ মইবুল ইসলাম এবং পপুলার লাইফের সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা প্রমূখ।