Home কৃষি কুয়েটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কুয়েটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

295
0
SHARE

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে বিশ^ পরিবেশ দিবস ২০২৪ পালিত হয়েছে।  বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ (ইউআরপি) এর আয়োজনে ০৫ জুন বুধবার র‌্যালি, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন ও পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ড. তুষার কান্তি রায় এবং প্রবন্ধ উপস্থাপন করেন ইউআরপি বিভাগের প্রভাষক ইরতিজা আলম।এছাড়া বিদেশে উচ্চতর ডিগ্রী অর্জন সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময় করেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম ও শারফান উপল। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

মনোজ কুমার মজুমদার
সহকারী পরিচালক, জনসংযোগ ও তথ্য শাখা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

image_pdfimage_print