Home ক্যাম্পাস খবর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

192
0
SHARE

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ.টি.এম ফজলুল হক, এনামুল হক চৌধুরী এফসিএ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. উমার আলী ও অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোজাম্মেল হক, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. কর্নেল জেহাদ খান, ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।
সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই মেধাবী ছাত্র শহীদ মো. শাকিল হোসেন ও মো. আহনাফ আবির আশরাফুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে যেসব শিশু, কিশোর, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Add Your Heading Text Here

image_pdfimage_print