
এনআরবি ইসলামিক লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমা গ্রাহক জীবন কৃষ্ণ পালের মৃত্যুদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা-২০২৪, খুলনা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মৃত বীমা গ্রহকের মাত্র ৩০, ০০০ (ত্রিশ হাজার) টাকা জমার বিপরীতে নমিনি জনাব ধীলন কুমার পাল (সর্ম্পকে ভাই) এর হাতে ৮,২১,২৬০/- (আটলক্ষ একুশ হাজার দুইশত ষাট) টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় এসইভিপি জনাব মো: বেলায়েত হোসেন মিলন।
মৃত্যুদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা খুলনা বিভাগীয় কার্যালয়ের ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং)জনাব মো. শাহাবুদ্দিন মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আব্দুল আহাদ, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) এবং অগ্রণী ব্যাংকের ম্যানেজার জনাব আজাহারুল ইসলাম খানসহ শতাধিক কর্মী-কর্মকর্তা।