Home কুমিল্লা ক্যাম্পাস কর্মস্থলে নিরাপত্তা চেয়ে শিক্ষা বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কর্মস্থলে নিরাপত্তা চেয়ে শিক্ষা বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

26
0
SHARE

ইচএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডে হামলা ও ভাঙচুরের ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষা বোর্ডের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (২১ অক্টোবর) মানববন্ধন করে এই দাবি জানান তারা।

এতে ঢাকা শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. জালাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. জামালসহ সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক মো. জামাল বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীরা (অনুত্তীর্ণ) ফলাফল বাতিলের দাবিতে শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়ে। চেয়ারম্যানের অফিস ভাঙচুর করে, আমাদের ওপর হামলা চালায়। বোর্ডে বিভিন্ন ধরনের নথিপত্র থাকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের। অথচ কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে এসব গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করা হয়েছে। তাদের বাধা দিলে আমাদের অনেকের ওপর হামলা করেছে।

প্রসঙ্গত, রবিবার (২০ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফল বাতিল করে অটোপাস দাবি করে শিক্ষার্থীরা। এদিন বেলা ১১টা থেকে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও বহিরাগতরা ফল বাতিলের দাবি করে। বেলা দেড়টার দিকে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। এ সময় চেয়ারম্যানের রুম ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে শিক্ষার্থীরা। চেয়ারম্যানকে আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় শিক্ষা বোর্ডে।

image_pdfimage_print