Home ক্যাম্পাস খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. সায়মা হক বিশিা উয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. সায়মা হক বিশিা উয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন

13
0
SHARE

 
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিশিা আজ সোমবার রাজধানীর উয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ৬৭তম বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বিজয়ীদের প্রতি অভিনন্দন জানান এবং এ ধরনের প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
এ বছর প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের সাহিত্যিক দক্ষতা, সাংস্কৃতিক প্রতিভা এবং সহায়ক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

image_pdfimage_print