Home ব্রেকিং শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন- ...

শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন- মানুষ মানুষের জন্য, আমেরিকা প্রবাসী মতলব সমিতির ভাইয়েরা তা আবারো প্রমান করলেন

35
0
SHARE

ষ্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫পরিবারের মাঝে জনপ্রতি ২০হাজার ট্কা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২০ নভেম্বর বুধবার সকালে শাহারাস্তির রিভারভিউ কফি হাউজে আমেরিকার প্রবাসী মতলব সমিতি ইন্ ক এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের পূনর্বাসনে আর্থিক সহায়তা অনুষ্ঠনের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী মতলব সমিতি ইন্ ক এর সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল।
সাংবাদিক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুজ্জামান ডলার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. অচিন্ত চক্রবর্তী, অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক সমিতির সাবেক আহবায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান, দৈনিক সমকাল প্রতিনিধি প্রভাষক ইকবাল হোসেন প্রমূখ।
নগদ আর্থিক সহায়তা অনুষ্ঠানের আলোচনা পর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য এটা মতলবের যাঁরা আমেরিকায় বসবাস করেন তাদের সংগঠন আমেরিকা প্রবাসী মতলব সমিতি ইন্ ক এর ভাইয়েরা আবারো প্রমান করলেন।কোথায় মতলব আর কোথায় শাহারাস্তি? মানুষ মানবতার জন্য বন্যার্তদের মাঝে সাধারনত চিরা, গুর, মুড়ি, ডাল, চাল, তেল, লবন এসব নিয়ে হাজির হয় তাদের আপদকালীন সময়ে সহযোগীতার জন্য।আর মতলবের এই ভাইয়েরা বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অহসায় পরিবারের ঘর-বাড়ী মেরামতের জন্য পরিবার প্রতি ২০হাজার করে নগদ টাকা দিচ্ছে বিনা স্বার্থে।আমরা মতলবের এই প্রবাসী ভাইদের কাছে কৃতজ্ঞ।কেননা, আমরা দেখি বন্যা পরবর্তীতে সাধারনত কেউ কাউকে তেমন মনে রাখেনা।অথচ এই ভাইয়েরা আমাদেরকে মনে রেখেছে এবং আমাদের শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পূনর্বাসনের জন্য নগদ আর্থিক সহায়তা নিয়ে হাজির হয়েছে।দোয়াকরি তারা যেনো অসহায় ও দরিদ্রদের জন্য এভাবেই কাজ করে যেতে পারে।

image_pdfimage_print