Home ক্যাম্পাস খবর কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই : বাউবি উপাচার্য

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই : বাউবি উপাচার্য

20
0
SHARE

বাউবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তাদের জন্য হওয়া উচিত। প্রতিটি স্তরের কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, কর্মশালার রিসোর্স পারসন অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ বিষয়ে যে প্রশিক্ষণ প্রদান করেছেন তা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও কর্মশালার রিসোর্স পার্সন সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল’র (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জহির রায়হান। অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক খান মনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print