Home ব্রেকিং জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর

61
0
SHARE

জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর ৩১ জানুয়ারি শুক্রবার ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবিতাপত্র পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক কবি শাহীন চৌধুরী। আসরের শুরুতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও কবিতা বিষয়ক নিবন্ধ উপস্থাপন করেন কবি বজলুর রায়হান। কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি নাজমুল হাসান, কবি কাজী রফিক, কবি কামার ফরিদ, কবি তারিফ রহমান, কবি আবদুল মান্নান, কবি সালাম জুবায়ের, কবি আতিকুল ইসলাম, কবি মোশাররফ হোসেন ইউসুফ, কবি জীবন ইসলাম, কবি শিবুকান্তি দাশ, কবি শাওন আসগর, কবি রফিক হাসান, কবি মিলি হক, মজিদুর রহমান বিশ্বাস, শ্যামলী মন্ডল, নুরুল ইসলাম খোকন, জহুরুল ইসলাম মঞ্জু, আনজুমান আরা শিল্পী, মোহাম্মদ আবু হানিফা, মিয়া আসলাম প্রধান, শহীদুল জয়, কামরুজ্জামান কায়েম, চাঁন মিয়া চান্দু, নাসিমা রহমান শিউলী, আতিকুজ্জামান খান, মতিউর রহমান মানু প্রমুখ।
image_pdfimage_print