Home ব্রেকিং কাকপুরাণের বিশেষ প্রকাশনা প্যাঁচা সংখ্যার মোড়ক উন্মোচন

কাকপুরাণের বিশেষ প্রকাশনা প্যাঁচা সংখ্যার মোড়ক উন্মোচন

24
0
SHARE

 
অমর একুশে বইমেলায় ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় প্রাণ ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘দ্য ক্রো সোসাইটি’র মুখপত্র কাকপুরাণের বিশেষ প্রকাশনা প্যাঁচা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। দ্য ক্রো সোসাইটির সম্পাদক কবি আকা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সিনিয়র সাংবাদিক বজলুর রায়হান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবিতাচর্চার সম্পাদক কবি ও কথাশিল্পী বদরুল হায়দার, বিশিষ্ট কথাসাহিত্যিক মনির জামান, কবি সৈয়দ এনায়েত আলী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দেশ থেকে বিলুপ্তপ্রায় প্রাণবৈচিত্র্য রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

image_pdfimage_print