Home ক্যাম্পাস খবর বি এম ইউসুফ আলীকে পপুলার লাইফের শুভেচ্ছা

বি এম ইউসুফ আলীকে পপুলার লাইফের শুভেচ্ছা

39
0
SHARE

পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী ২০২৫-২০২৬ সালের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য পুনরায় নির্বাচিত হওয়ায় পপুলার লাইফের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও নন্দন ভট্টাচার্য, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, নওশের আলী নাঈম, মো. আবু তাহের, মো. হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স

বিজ্ঞাপন

এছাড়াও ডিএমডি মো. কামাল হোসেন, মো. খলিলুর রহমান সিকদার, সৈয়দ সুলতান মাহমুদ ও মো. এনামুল হক সহ কোম্পানির প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জ ও অন্যান্য কর্তকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print