
উত্তম নাগরিক সেবা নিশ্চিত করার জন্য বকেয়া রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ ঢাকায় নগর ভবনে অঞ্চলভিত্তিক বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া এ কথা বলেন।
সিটি কর্পোরেশন দ্বারা সংগৃহীত রাজস্ব নাগরিক সেবা প্রদানের ‘লাইফ লাইন’ উল্লেখ করে প্রশাসক বলেন সম্পূর্ণ নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশনকে বিধি মোতাবেক কর প্রদান নাগরিক দায়িত্ব। তিনি বলেন, এ নাগরিক দায়িত্ব পালনে নগরবাসীকে সচেতন করতে হবে।
জনাব শাহজাহান বলেন, বকেয়া রাজস্ব আদায়ে্র জন্য জনসচেতনতার জন্য লিফলেট ও নোটিশ প্রদান করতে হবে। এরপরেও যারা কর প্রদান করবেন না, তাদের বিরুদ্ধে এলাকাভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে, বকেয়া রাজস্ব আদায়ে আইনের প্রয়োগ করা হবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।