
বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্যদের বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর নয়া পল্টনে সংগঠনটির কনফারেস রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ দিন সংগঠনটির নির্বাহী কমিটির ২২৩তম সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিআইএ’র বিদায়ী কমিটির প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) সংগঠনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব হস্তান্তর করেন। একইসাথে নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের বিআইএ’র নতুন কমিটির ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট ও অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু এবং নির্বাহী সদস্য ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
এর আগে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।পরদিন ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের নির্বাচন।
বিআইএ’র নন-লাইফ বীমার অন্য নির্বাহী সদস্যরা হলেন- বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার।
লাইফ বীমার নির্বাহী অন্য সদস্যরা হলেন- বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, সন্ধানী লাইফের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার এবং বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম।