
বগুড়া, ২৪ মে ২০২৫:
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং “মাদক নির্মূলে করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বগুড়ার শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন বিশ্ববিদ্যালয় পরিক্রমা। শনিবার বিকাল ২টা ১০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুজ্জামান, অধ্যক্ষ, সেয়দ আহম্মদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। সভাপতিত্ব করেন জনাব হারুন অর রশিদ, প্রধান সম্পাদক, বিশ্ববিদ্যালয় পরিক্রমা ও প্রকাশক ও সম্পাদক, পরিক্রমানিউজবিডি.কম।
বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
-
হোসনে-আরা বেগম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (TMSS), বগুড়া
-
প্রফেসর ড. মো: মিজানুর রহমান, IQAC ডিরেক্টর ও প্রফেসর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, গোল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
-
জনাব মোঃ নূরে আলম সিদ্দিকী, অধ্যক্ষ, গাবতলী মহিলা কলেজ
-
মোছাঃ রোজিনা আকতার নাইছ, অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
-
জনাব মোঃ রাজিউর রহমান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া
-
এ্যাড. এজাজ আল ওয়াসী, সংগঠক, এনসিপি বগুড়া জেলা
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। তিনি তার বক্তব্যে বলেন, “মেধা দেশের সম্পদ। এই শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”
আয়োজকেরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি সমাজ সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষা ও সামাজিক দিক থেকে তরুণ প্রজন্ম আরও সচেতন ও গঠনমূলক ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়