Home আইন/আদালত বৃহত্তর কুমিল্লার বিশ্ববিদ্যালয় পরিক্রমার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বৃহত্তর কুমিল্লার বিশ্ববিদ্যালয় পরিক্রমার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

18
0
SHARE

কুমিল্লা, ২ আগস্ট ২০২৫:
বৃহত্তর কুমিল্লায় শিক্ষা ও সমাজ উন্নয়নের অগ্রদূত মাসিক ম্যাগাজিন “বিশ্ববিদ্যালয় পরিক্রমা” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজনটি হয়, যেখানে কুমিল্লা ও আশেপাশের শিক্ষার্থীরা উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। উদ্বোধক হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অ্যাডভোকেট ড. জমিরুল আকতার
সভাপতিত্ব করেন “বিশ্ববিদ্যালয় পরিক্রমা”-এর প্রধান সম্পাদক জনাব হারুন অর রশিদ

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেজা গ্রুপের চেয়ারম্যান ড. এ কে এম সাহিদ রেজা
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাফিজ, ফ্যামিলি ফিজিশিয়ান ডা. এ কে এম আবদুস সেলিম, অ্যাডভোকেট এ.কে.এম ইকবাল কবির, সমাজসেবক মো. শফিকুল ইসলাম, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বজলুর রহমান

শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকগণও।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষা, সংস্কৃতি, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়নের বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

image_pdfimage_print