
ঢাকা, ১২ আগস্ট — বাংলাদেশে খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় সরকারি নীতি, ব্যবসায়ীদের নৈতিক দায়িত্বশীলতা এবং ভোক্তাদের সচেতনতার সমন্বিত প্রয়াসের আহ্বান জানানো হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদ আয়োজিত এক গবেষণা সেমিনারে।
সেমিনারে রমজান মাসে খাদ্যমূল্য বৃদ্ধির কারণ, প্রভাব ও সমাধানের উপায় তুলে ধরা হয়। উদ্বোধনী বক্তব্যে অনুষদের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ‘শ্রিংকফ্লেশন’ বা পণ্যের পরিমাণ কমিয়ে দাম বাড়ানোর প্রবণতাকে দরিদ্র পরিবারের জন্য বিশেষভাবে ক্ষতিকর বলে উল্লেখ করেন।
সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াদ হোসেনের নেতৃত্বে গবেষক দল প্রতিবেদনে জানায়,
-
টাকার অবমূল্যায়ন, বৈশ্বিক খাদ্যমূল্যের ওঠানামা এবং সরবরাহব্যবস্থার বিঘ্ন খাদ্যমূল্য বৃদ্ধির কাঠামোগত কারণ
-
রমজানের আগে আতঙ্কিত কেনাকাটা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের ভূমিকা
-
সমাধানে রমজানের ৩-৪ মাস আগে খাদ্যপণ্য আমদানি বৃদ্ধি, মুদ্রার মান স্থিতিশীল রাখা, বন্দর ব্যবস্থাপনা উন্নয়ন ও আমলাতান্ত্রিক জটিলতা কমানো
প্রতিবেদনে আরও প্রস্তাব করা হয়—
-
খোলাবাজারে ভর্তুকি মূল্যে চাল, গম ও ডাল বিক্রির পরিমাণ বৃদ্ধি
-
শহরের বস্তি ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল বিক্রয় কেন্দ্র চালু
-
মজুতদারি রোধে কঠোর নজরদারি
-
পেঁয়াজ ও ভোজ্যতেলের মতো পণ্যের দাম ১৫% বাড়লে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক হ্রাসের ব্যবস্থা
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম জানান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধি, এলসি মার্জিনে নমনীয়তা ও আর্থিক নীতির সমন্বয়সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি কৃষকের মূল্য অস্থিতিশীলতা ও মধ্যস্বত্বভোগীদের শোষণ নিয়ে ভবিষ্যৎ গবেষণার আহ্বান জানান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, “শাস্তিমূলক ব্যবস্থা একা কাঠামোগত সমস্যা সমাধান করতে পারে না। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসটিআই ও স্থানীয় প্রশাসনের মধ্যে আরও সমন্বয় জরুরি।” তিনি ভোক্তাদের ১৬১২১ হটলাইনে অভিযোগ জানানোর ও আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা এড়ানোর পরামর্শ দেন।
সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল শিক্ষার্থীদের নৈতিক ভোক্তা আচরণ ও ন্যায্য বাজারচর্চায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। গবেষক দল তাদের সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেবে এবং আগামী রমজানের আগেই কিছু পদক্ষেপ বাস্তবায়নের আশা প্রকাশ করেছে।