
রিপোর্টারঃজাতীয় প্রেসক্লাবের সামনেবিএডিসি সার ও বিজ ডিলার অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে বিএডিসি সার ও বিজ ডিলার অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলার আঞ্চলিক সভাপতি মোঃ আতাউল রহমানের সভাপতিত্বে
বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সারা দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন,
বর্তমানে সরকার কৃষকের স্বার্থে কৃষি বান্ধব সার ব্যবস্থাপনার জন্য সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা-২০০৯ এর পরিবর্তে সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ জারী করতে যাচ্ছেন। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু অত্যান্ত দুঃখজনক বিষয় হলো এই যে, যেখানে বৈষম্যহীনতাই সরকারের মূল লক্ষ্য, বর্তমানে সারা দেশে মোট সার ডিলার সংখ্যা হলো ১০৭৫৩ জন। এর মধ্যে বি.সি.আই.সি কর্তৃক নিয়োগকৃত সার ডিলার সংখ্যা হলো ৫৬৬৯ জন এবং বি.এ.ডি.সি কর্তৃক নিয়োগকৃত ডিলার সংখ্যা হলো ৫০৮৪ জন। বিশ্বস্থ সূত্রে আমরা জানতে পারলাম যে, নতুন নীতিমালা-২০২৫ এ বি.এ.ডি.সি ৫০৮৪ জন ডিলারের ডিলারশীপ নবায়নের কোন ব্যবস্থা রাখা হয় নি। অপর দিকে বি.সি.আই.সি এর ৫৬৬৯ জন ডিলারদের ডিলারশীপ নবায়নের সুযোগ রাখা হয়েছে। এতে করে বি.এ.ডি.সি কর্তৃক নিয়োগকৃত ৫০৮৪ টি পরিবার বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্যবিরোধী ন্যায়পরায়ন সরকারের নিকট আমরা এমনটি আশা করি না।
তারা বলেন, বৈষম্যবিরোধী অন্তবর্তীকালীন সরকারের মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়ের নিকট বি.এ.ডি.সি সার ডিলারদের সকল সদস্য ও পরিবারের পক্ষ হতে আকুল আবদেন এই যে, বি.এ.ডি.সি কর্তৃক নিয়োগকৃত ৫০৮৪ ডিলারের সার ডিলারশীপ লাইসেন্স নবায়নের সুযোগ রেখে বৈষম্যহীন সার বিধিমালা-২০২৫ চুড়ান্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সার্বিক ব্যবস্থা নিতে যেন আপনার আজ্ঞা হয়। অন্যথায় বি.এ.ডি.সি কর্তৃক নিয়োগকৃত ৫০৮৪ জন সার ডিলার ও তাদের ব্যবসা ও পরিবারের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ হবে বলে আমরা মনে করি।
এর আগে অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি।