Home ক্যাম্পাস খবর গাজীপুরে জিপিএ–৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমা

গাজীপুরে জিপিএ–৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমা

68
0
SHARE

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মাসিক বিশ্ববিদ্যালয় পরিক্রমা ম্যাগাজিন। শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৪০ মিনিটে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বলেন, “দেশ গঠনে শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, সুশিক্ষা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ অর্জন অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয় পরিক্রমা–এর প্রধান সম্পাদক হারুন অর রশিদ বলেন, “যোগ্য নেতৃত্ব তৈরিতে কৃতী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার পাশাপাশি সমাজসেবায় ভূমিকা রাখতে হবে।”গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা। তিনি বলেন, “মাদকমুক্ত প্রজন্ম ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ,এস.এম. মোশাররফ হোসেন মিলন, মহাসচিব, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন,মো. আলতাফ হোসেন সরদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কর্মজীবী দল,প্রকৌশলী মুহা: আরিফ আহম্মেদ, সহ-সভাপতি, মানবাধিকার কমিশন, গাজীপুর জেলাবক্তারা বলেন, উচ্চশিক্ষা, সংস্কৃতি চর্চা, শ্রমবাজার দক্ষতা ও শিল্পমুখী শিক্ষা প্রসারে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও বাড়াতে হবে। তারা ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

image_pdfimage_print