
ঢাকা, ১১ নভেম্বর ২০২৫: নর্থসাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে স্মারক চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান গবেষণা, শিক্ষানবীণ কার্যক্রম এবং স্বাস্থ্যবিজ্ঞানসহ বিভিন্ন বিজ্ঞান ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণে উৎসাহী হবে।
চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউ-এর উপাচার্য ড. মো. শাহীনুল আলম, প্রশাসন বিষয়ক উপ-উপাচার্য ড. মো. আবুল কালাম আজাদ, গবেষণা ও উন্নয়ন বিষয়ক উপ-উপাচার্য ড. মুন বুর রহমান, এবং অন্যান্য অনুষদের ডিন ও অংশগ্রহণকারীগণ।
নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে উপস্থিত ছিলেন উপাচার্য আ. হান্নান মজুমদার, স্কুল অব মেডিসিন অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন প্রফেসর ডিপু চৌধুরী এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফটওয়্যার সায়েন্সেস-এর ডিন সাজ্জাদ মহাদসন। এছাড়া অন্যান্য বিভাগের চেয়ারম্যান এবং সহকারী প্রফেসরগণও উপস্থিত ছিলেন।
উভয় প্রতিষ্ঠানের উপাচার্যরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, এই স্মারক চুক্তির মাধ্যমে গবেষণা ও শিক্ষার উন্নয়ন, নতুন উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্প্রসারিত হবে। বিশেষ করে উভয় প্রতিষ্ঠান আগামীতে যৌথ গবেষণা প্রকল্প, এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাগত সুযোগ সৃষ্টি করবে।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্থসাউথ ইউনিভার্সিটি ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন উদ্ভাবন, জ্ঞানসৃজন এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে।





