Home জাতীয় হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক রাকিবুল আর নেই

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক রাকিবুল আর নেই

48
0
SHARE

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক রাকিবুল ইসলাম লিটু আজ শুক্রবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

গত বুধবার গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন অধ্যাপক রাকিবুল। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়।

ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক মাহবুবুর রহমানের অধীনে অধ্যাপক রাকিবুলকে ভর্তি করা হয়। আজ সকালে তাঁর অবস্থা সংকটাপন্ন হলে অস্ত্রোপচার করা হয়।

ল্যাবএইড হাসপাতালের বিশেষজ্ঞ বরেন চক্রবর্তী বলেন, ‘আমরা আমাদের পুরো টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

অধ্যাপক রাকিবুল স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

image_pdfimage_print