
শামসুজ্জামান ডলার :
তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের এমপি এ্যাড,নুরুল আমীন রুহুল। গতকাল শুক্রবার দুপুরে অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আ.লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশে যে হাওে উন্নয়ন করে যাচ্ছে তারই ধারা বাহিকতায় সাড়া দেশে উন্নয়ন হচ্ছে। আমি আশাকরি আপনাদের দোয়া ও সহযোগীতা পেলে মতলব উত্তরের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বয়ে যাবে। তিনি আরো বলেন- আমি জনগনের সেবা করতে এসেছি। তাই জনগনের সেবা করে যেতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি মনজুর আহম্মেদ, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, কেন্দ্রিীয় ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুল ইসলাম শিমুল, অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাররুন-আর-রশিদ।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমীন আক্তারের সভাপত্বিতে ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রশীদের পরিচালনায় অন্যান্যদেও মদ্যে বক্তব্য রাখেন, অলিপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মনী নাছমা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য ইসমাইল হোসেন আখন্দ, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান শিকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান রাঢ়ী, ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক এ্যাড. মহসিন মিয়া মানিক, যুবলীগনেতা মনজুর মোর্শেদ সুইট, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান আক্তার প্রমুখ। এ সময় উপস্তিত ছিলেন, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব প্রধান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সেলিম প্রধান, সাধারন সম্পাদক মমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ ইত্তেফাক, উপজেলা যুবলীগে নেতা আশ্রফুল আলম মিলন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এড, সেলিম মিয়া, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত মাসুদ, এনামূল হক রাঢ়ী।