
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আয়োজিত বিজয় সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শাহবাগ, দোয়েল চত্বর, আইইবি, মৎস্যভবন, টিএসসি এলাকাসহ সামবেশস্থলে প্রবেশের সবগুলো গেটে অবস্থান নিয়েছে গোয়েন্দা, র্যা ব-পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রবেশস্থলে আর্চওয়ে গেট বসানো হয়েছে। এ ছাড়াও হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে সক্রিয় রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘সমাবেশস্থলে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’
পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, সমাবেশ শেষ হওয়া পর্যন্ত চারপাশে কঠোর নজরদারি বজায় থাকবে।
এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সাদা পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে এবং আশেপাশের এলাকায় অবস্থান করছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।