
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন। দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
তার সঙ্গী হিসেবে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ। এইচ এম এরশাদের উপদেষ্টা কাজী মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাবেক এ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।