Home ব্রেকিং ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের জামিন

ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের জামিন

47
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :  এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর।

আজ রবিবার দুপুরে ঝালকাঠির কারাগার থেকে তিনি মুক্তিপান। উচ্চ আদালত থেকে গত বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন। কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপি নেতা নূপুর জানান, নির্বাচনের ১০ দিন আগে ২০ ডিসেম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাকেই নয় গ্রেপ্তার করা হয় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে। যাদের মধ্যে এখনো কারাগারে রয়েছেন অনেকে। একতরফা ভোটডাকাতির নির্বাচন বাতিল করে নতুন করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

image_pdfimage_print