Home ব্রেকিং দেশের মানুষ আ.লীগকে কখনোই ক্ষমা করবে না: ফখরুল

দেশের মানুষ আ.লীগকে কখনোই ক্ষমা করবে না: ফখরুল

51
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের নয়, পরাজয়টা আওয়ামী লীগের হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেইসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, ‘যেভাবে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার হরণ করেছে, যেভাবে নীলনকশার নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করেছে তা গোটা দেশের মানুষ দেখেছে। এদেশের মানুষ আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করবে না।’

মঙ্গলবার (২২ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনোত্তর এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ এই নির্বাচনে জনগণের ভোটাধিকার লুট ও মা-বোনদের সম্ভ্রম হরণকারী দলে পরিণত হয়েছে। এ দলটির লজ্জা থাকলে আর কখনই তারা গণতন্ত্রের কথা মুখে আনতে পারবে না।’

দেশের মানুষ এই ভোট ডাকাতি, কারচুরি ও প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে গত ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির চিত্র দেখেছে। জাতিসংঘ ভোট নিয়ে অভিযোগ পুনরায় খতিয়ে দেখতে বলেছে। দেশে-বিদেশে সবাই জানে, মূলত ৩০ ডিসেম্বর কোনও ভোটই হয়নি বাংলাদেশে।’

আগামী দিনেও আওয়ামী লীগের অধিনে বিএনপি কোনও নির্বাচনে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফখরুল।

তিনি বলেছেন, ‘গোটা বিশ্ব দেখেছে- আওয়ামী লীগের মতো দলীয় সরকারের অধীনে কোনও দিন কোনও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই আমরা অবিলম্বে ভোট বাতিল করে সরকারের পদত্যাগের মধ্য দিয়ে পুনর্নির্বাচন দাবি করছি।’

এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print