
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলনের ডাকের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণ এখন আন্দোলনের মুডে নেই। মানুষ এখন শান্তি ও উন্নয়ন চায়। নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই মির্জা ফখরুল আন্দোলনের কথা বলছেন।’
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বনানী বিআরটিএ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
কিশোরগঞ্জ-১ আসন, ঢাকা উত্তর সিটির মেয়র ও দুই সিটির ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আগামী ২৬ জানুয়ারি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘মেয়র পদের আগের প্রার্থী থাকবেন কিনা সে সিদ্ধান্ত মনোনয়ন বোর্ডেই নেয়া হবে। কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারে কেউ যোগ্য থাকলে তিনি মনোনয়ন পেতে পারেন। তবে সবকিছুর আগে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরাই মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকবেন।’
যেকোনো মূল্যে বিআরটিএকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যেকোনো মূল্যে দুর্নীতিমুক্ত করা হবে।’
তবে কর্মকর্তাদের মধ্যে আগে যারা ব্যাড প্র্যাকটিস (দুর্নীতি) করেছেন তাদেরকে সংশোধনের সুযোগ দিয়েছেন মন্ত্রী।
অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না-এ হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘কর্মকর্তারা যদি বাইরের দালালদের প্রশ্রয় দেন তাহলে অনিয়ম-দুর্নীতি চলতেই থাকবে। যারা আগে ছিলেন, ব্যাড প্র্যাকটিস করেছেন আমি তাদেরকে সংশোধন করতে অনুরোধ করব। অনিয়ম-দুর্নীতি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।’