Home ব্রেকিং মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি এহসানুল হক ফটিকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের...

মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি এহসানুল হক ফটিকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

90
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি এহসানুল হক ফটিক আর বেঁচে নেই।

শনিবার ভোর পাঁচটার দিকে তিনি ঢাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে ইন্তেকাল করেনে(ইন্নানিল্লাহ . . . রাজেউন)। তাঁর এই মৃত্যুতে দলীয় নেতা-কর্মীসহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে শোক নেমে আসে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন পূর্বে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিন এর গ্রামের বাড়ী থেকে পুলিশ এহসানুল হক ফটিক ও সাধারন সম্পাদক নুরুল হক জিতুসহ কয়েকজনকে আটক করেছিল। দীর্ঘ কারাবাসের পর গত কয়েকদিন পূর্বে  তিনি জামিনে মুক্তি পান।

তাঁর এ মুত্যুতে সাবেক প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জেষ্ঠ্যপুত্র তানভীর হুদাসহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

image_pdfimage_print