Home ব্রেকিং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের ১৪ বছর

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের ১৪ বছর

39
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : গ্রেনেড চার্জ করে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্ণ হয়েছে আজ। ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিভীষিকাময় দিনটির কথা মনে করে এখনও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।

আজ রবিবার বেদনাবিধুর সেই ট্র্যাজেডির কথা স্মরণ করছেন অনেকেই। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং কিবরিয়া স্মৃতি সংসদ।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের ঈদ-পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলীও এ ঘটনায় নিহত হন। গুরুতর আহত হন বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এছাড়াও আহত হন প্রায় ৭০ জন নেতাকর্মী। এখনও অনেকেই আঘাতের যন্ত্রণা শরীরে বয়ে বেড়াচ্ছেন।

কিবরিয়া হত্যা মামলা এখনো নিষ্পত্তি হয়নি। এ মামলায় মোট আসামি রয়েছেন ৩৫ জন। বর্তমানে সিলেট বিশেষ ট্রাইব্যুনালে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।

image_pdfimage_print